Image 150380 1613739237bdjournal

‘সুগার ড্যাডি’দের খোঁজ দিতো ‘সুগারবুক’ ডেটিং অ্যাপ

সারা বিশ্ব

পতিতা বিরোধী আইনে মালয়েশিয়ার বিতর্কিত ডেটিং অ্যাপ সুগারবুক-এর প্রতিষ্ঠাতাকে আটক করেছে দেশটির প্রশাসন। কিন্তু  ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

তবে সুগারবুক ওয়েবসাইট এবং গণমাধ্যমের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম ড্যারেন চ্যান এবং বয়স ৩৪ বলে জানা গেছে৷একমাত্র আর্থিক সহায়তা প্রয়োজন এমন কমবয়সী নারীদের সঙ্গে বয়স্ক বিত্তবান পুরুষদের যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সুগারবুক।

আর এভাবেই নির্যাতিত হতো শত শত নারী এবং নাম দেওয়া হতো সুগার বেবি। আর অর্থ দেওয়া বয়স্ক ব্যক্তিদের বলা হয় ‘সুগার ড্যাডি’৷ এরপর থেকেই সমালোচনা শুরু হলে এই সাইটে প্রবেশ বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

অ্যাপটির প্রতিষ্ঠাতাকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আটক করেছে পুলিশ৷ মঙ্গলবার এক টুইটে আটক ওই ব্যক্তি বলেন, যদিও আমাদের সাইটে কোনো ধরনের নগ্নতা, প্রাপ্তবয়স্ক কনটেন্ট নেই, এমনকি যৌন ব্যবসাও নয়, তবুও আমরা যুদ্ধে হেরে গিয়েছি।