http://igeneration.com.bd/wp-content/uploads/2021/06/The-drunken-groom-took-a-garland-around-his-mother-in-laws-neck-instead-of-his-wifes-at-the-wedding.jpg

বিয়ের আসরে বউয়ের বদলে শাশুড়ির গলায় মালা পরাতে নিল মাতাল বর

সারা বিশ্ব

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ে বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে সাইবার বাসিরা হাসি-ঠাট্টায় মেতে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বিয়েতে মদ খেয়ে এসেছে বর। বিয়ের আসরে বউয়ের বদলে শাশুড়ির গলায় মালা পরাতে নিল মাতাল বর।

মদের পরিমান এতোটাই বেশি ছিল, যে রীতি মতো হুশ হারিয়েছে বর। আর নিজের বিয়েতে আপাদমস্তক মদ খেয়ে এসে ভুল করে বউয়ের গলার বদলে শাশুড়ির গলায় মালা পরাতে চেষ্টা করছে বর।

মালা বদলের সময় কনে ও তার মা পাশাপাশি দাঁড়িয়ে ছিল। তখন বর কনেকে মালা পরানোর বদলে শাশুড়ির গলায় মালা পরানোর চেষ্টা করেন। শাশুড়ি সেই মালা ঠেলে দিলে তখন আবার বর কনের গলায় মালাটি পরাতে যান। আর ওই সময় বর এতোটাই মাতাল ছিল যে কনেকে মালা পরাতে গিয়ে পরে যায়।

  এরপর বরের বাড়ির লোকজন এসে টেনে তুলে বরকে। হাস্যকর এই ঘটনা সামনে আসতেই তুমুল হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকে বলেছে বিয়ের আসরে এরকম মদ খেয়ে মাতলামি করা উচিত নয়।

Tagged