http://igeneration.com.bd/wp-content/uploads/2021/06/Ordered-chicken-fry-got-towel-fry.jpg

অর্ডার করলেন চিকেন ফ্রাই, পেলেন তোয়ালে ফ্রাই!

সারা বিশ্ব

ফিলিপাইনের জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন শপ থেকে অর্ডার করলেন চিকেন ফ্রাই। কিন্তু চিকেন ফ্রাই না এসে তার পরিবর্তে পেয়েছেন তোয়ালে ফ্রাই! এমন ঘটনা ঘটেছে দেশটির নাগরিক অ্যালিকুয়ে পেরেজের সঙ্গে। অর্ডার করলেন চিকেন ফ্রাই, পেলেন তোয়ালে ফ্রাই!

ফিলিপাইনের জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন শপ জলিবি থেকে চিকেন ফ্রাইয়ের পরিবর্তে এমন খাবার পেয়েছে পুরোই অবাক হয়ে গেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। জানা যায়, অর্ডারটি হাতে পাওয়ার পর ওই খাবারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অ্যালিকুয়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়।

তিনি জানান, মেট্রো ম্যানিলার জলিবির একটি আউটলেট থেকে তার ছেলের জন্য ‘চিকেনজয়’ খাবার অর্ডার করেন। কিন্তু খাবার পাওয়ার পর তিনি তা কাটার চেষ্টা করেন। কিন্তু সেটা অনেক শক্ত ছিল, তাই কাটতে কষ্ট হচ্ছিলো।

ফেসবুক পোস্টে অ্যালিকুয়ে বলেন, ‘জলিবি থেকে গ্রাবের মাধ্যমে খাবার ডেলিভারি করা হয়েছে। আমার ছেলের জন্য চিকেন অর্ডার করেছিলাম। আমি তাকে খেতে দিয়েছিলাম। এটা কাটতে গিয়ে দেখি প্রচুর শক্ত। তখন নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করি। অবাক হয়ে দেখতে পাই এটি কোনো মুরগি না বরং ভাজা তেয়ালে।’

Tagged