http://igeneration.com.bd/wp-content/uploads/2021/04/বাড়ির-সামনে-করোনা-রোগীর.jpg

বাড়ির সামনে করোনা রোগীর মৃতদেহ ফেলে পালাল অ্যাম্বুলেন্স!

সারা বিশ্ব

ফের অমানবিক ঘটনার সাক্ষী শহর। গড়ফায় বাড়ির সামনে করোনা রোগীর মৃতদেহ ফেলে চম্পট দিল অ্যাম্বুলেন্স। সূত্রের খবর, অসুস্থ অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন ৭১ বছর বয়সী এক বৃদ্ধ।

গত শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে যাদবপুরে কেপিসি হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার তিনি মারা যান। বাড়ির সামনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর মৃতদেহ ফেলে পালিয়ে গেছেন অ্যাম্বুলেন্স চালক। কলকাতার গড়ফায় সোমবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এরপরই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাঁর মৃতদেহ নিয়ে বাড়ির সামনে ফেলে রেখে চম্পট দেয় চালক। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

দেহ ফেলার ঘটনা হাসপাতালকে জানিয়েও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে হাজির হন ১০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর। পুলিস প্রশাসনকে খবর দেন তিনি। পরে পুলিসের সহায়তায় মৃতদেহ সৎকার করা হয়। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের ব্যবস্থাপনার বিরুদ্ধে।