http://igeneration.com.bd/wp-content/uploads/2021/04/খালি-গায়ে-হাফ-প্যান্ট-পরে-বিয়ে-করতে-গেলেন-বর.jpg

খালি গায়ে, হাফ প্যান্ট পরে বিয়ে করতে গেলেন বর

সারা বিশ্ব

বিয়েতে বর সাধারণত শেরওয়ানি ও পাগড়ী কিংবা পাঞ্জাবি-পাজামা পরে বিয়ে করতে আসে একথা আমরা সবাই জানি। তবে কখনো কি শুনেছেন বিয়েতে বর হাফ প্যান্ট পরে আসে? কি শুনে একটু চমকে গেলেন? চমকে যাওয়ারই কথা। তেমনটাই ঘটেছে ইন্দোনেশিয়া। সেখানকার এক যুবক বিয়ের পিঁড়িতে বসেন হাফ প্যান্ট পরে।আর সেই ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। ঘটনাস্থল ইন্দোনেশিয়া। সেখানকারই একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল অদ্ভূত দৃশ্য। সেখানে দেখা যায় বিয়ের কনে সুন্দর করে সেজেগুজে হাজির হলেও, বর হাজির হন শুধুমাত্র হাফ প্যান্ট পরে। যে দৃশ্য প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

বিয়ের অনুষ্ঠানে শুধু হাফ প্যান্ট পরে বর কেন হাজির হলেন? ওই প্রশ্নের উত্তর মেলে স্বয়ং পাত্রের কাছ থেকেই। তিনি বলেন, তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। হাঁটু প্লাস্টার করা, তাই তিনি কোনোভাবেই পোশাক পরতে পারবেন না বলে জানা যায়। সেই কারণেই বিয়ের পিঁড়িতে খালি গায়ে, শুধু হাফ প্যান্ট পরে হাজির হন পাত্র।

বর-কনের সেই ছবি প্রকাশ্যে আসার পরই অন্তর্জালে তা ভাইরাল হয়ে যায়। বিয়ের আগে নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাত্র। তখনই দুর্ঘটনার মুখে পড়েন ওই ব্যক্তি। যার জেরে তার অস্ত্রোপচার হয়। এরপরই হাঁটুতে প্লাস্টার করে বিয়ের পিঁড়িতে হাজির হন ইন্দোনেশিয়ার ওই ব্যক্তি।