আজব কাণ্ড। থুতু লাগিয়ে তন্দুরি রুটি তৈরি করছিলেন রাঁধুনী। থুতু দিয়ে রুটি বানাল বিয়েবাড়ির রাঁধুনি। তবে, লুকিয়ে লুকিয়ে নয়, একেবারে প্রকাশ্যে ৷
সঙ্গে গোটা কাণ্ডটির ভিডিয়ো করে ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়। ব্যাস, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। তা ভিডিয়োতে রয়েছে কী?
অনেকেই সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন। অনেকে লিখেছেন, এভাবে তো দেশে করোনা ছড়ানোর সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে। এদিকে, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই রাঁধুনির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম নৌশাদ। বিয়েবাড়ির তন্দুরি রুটিতে কেন সে থুতু লাগিয়ে দিচ্ছিল, তার কারণ জানতে চাওয়া হয়েছে। নৌশাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ১১৮ ধারায় মামলাও দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ভিডিয়োটি তোলা হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। নৌশাদ নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। নিজেকে ভাইরাল করার জন্যই সে এমনটা করেছে বলে জানায়।
इसके हाथों की रोटी कौन-कौन खाना चाहेगा pic.twitter.com/x8GFXbrlUy
— @tweetBYपत्रकार (@kumarayush084) February 19, 2021