http://igeneration.com.bd/wp-content/uploads/2021/04/বিষধর-সাপকে-পানি-পান-করানোর-ভিডিও-ভাইরাল.jpg

বিষধর সাপকে পানি পান করানোর ভিডিও ভাইরাল

ভাইরাল

এই অতিষ্ঠ গরমে বিষধর সাপকে পানি পান করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভারতের তামিলনাড়ুর কুড্ডালোর এলাকার একটি জঙ্গলে ভিডিওটি ধারণ করা হয় হয়েছে বলে জানা যাচ্ছে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিষধর সাপের লেজ ধরে আছেন এক ব্যক্তি। এরপর বোতল থেকে ওই সাপকে পানি পান করাচ্ছেন।

বোতল থেকে ঢেলে দেওয়া পানি পান করে তৃষ্ণা নিবারণ করছে সাপটি।  পান পান করানোর পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন তিনি।

ইন্ডিয়া টুডে এ ব্যাপারে এক প্রতিবেদনে জানিয়েছে, পানি পান করানো লোকটির নাম সেলভা। বন্যপ্রাণী নিয়ে উৎসাহী তিনি। মানুষের বাসা বাড়ি থেকে তিনি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।

দেখুন সেই ভিডিও