বর্তমানে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। তাই অনেক সময়ই আমাদের অনাকাক্ষিত দূর্ঘটনার মুখোমুখি হই। অনেকসময় দেখা যায় হাত থেকে পানিতে মোবাইল পরে যায় আবার বাচ্চারা মোবাইল নিয়ে খেলতে যেয়ে পানিতে ফেলে দেয়। হঠাত বৃষ্টিতে অনেক সময়ই আমরা শখের স্মার্টফোনটি নিয়ে দুঃচিন্তায় পরে যাই।
আর ইলেক্ট্রিক যন্ত্রগুলোর সব থেকে বড় শত্রু হচ্ছে পানি। শখের মোবাইল টি পানিতে পরে গেলে কপালে চিন্তার ভাজ পরে যায়। মোবাইলের ভিতর পানি প্রবেশ করলে ডিসপ্লের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্কিটের ও সমস্যা দেখা দিতে পারে।
কিন্তু মোবাইল পানিতে পরে গেলেও আপনি যদি কিছু কাজ দ্রুততার সাথে করে থাকেন তাহলে শখের মোবাইলটি আপনি রক্ষা করতে পারবেন।
১। মোবাইলটি পানিতে ভিজে গেলে প্রথমের তারাতারি মুছে ফেলুন। মোবাইল অফ করে ফেলুন। তা না হলে মোবাইলের সার্কিটে সমস্যা হতে পারে । যে সমস্ত যায়গাতে তরল বেশি আছে মুছে ফেলুন।
২। মোবাইলের ভিতরের ব্যাটারী, সিম কার্ড এবং মেমরি কার্ড খুলে ফেলুন।
৩। মোবাইলের যে অংশগুলো খোলা হয়েছে অর্থাৎ ব্যাটারী , সিম কার্ড এবং মেমরী কার্ডের যায়গা গুলো ভালো করে মুছে নিন।
৪। মোবাইলে কোন স্ক্রিন সুরক্ষা লাগানো থাকলে তা খুলে ফেলুন।
৫। হেয়ার ড্রায়ার দিয়ে কখনই মোবাইল শুকাবেন না এতে করে মোবাইলের ভিতরের সার্কিটগুলো গলে যেতে পারে
৬। মোবাইলে কিছুক্ষনের জন্য হালকা রোদে শুকিয়ে নিন।