http://igeneration.com.bd/wp-content/uploads/2021/02/এখন-নাসির-আমার-পিছে-লেগেছে.jpg

এখন নাসির আমার পিছে লেগেছে!

বিনোদন

জাতীয় দলের একসময়ের ‘ব্যাডবয়’ খ্যাত খেলোয়াড় নাসির হোসেন বিয়ে করেছেন গত ১৪ ফেব্রুয়ারি। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় এ জুটি। তবে আলোচনা সমালোচনায় রূপ নিতে বেশিক্ষণ লাগেনি। নাসিরের বিয়ের পরে থেকেই তার সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ ফেসবুকে একাধিকবার ভিডিও পোস্ট করে অনেক কথাই বলেছেন। এখন নাসির আমার পিছে লেগেছে, বললেন সুবাহ।

এবার হুমায়রা সুবাহ জানিয়েছেন, এখন নাসির আমার পিছে লেগেছে। আজ এক স্ট্যাটসে সুবাহ বলেন, নাসির আমার ফেসবুক পেজ ও আমার আইডির পিছে লেগেছে। যাতে আমার আইডি ও পেজ বন্ধ করে দিতে পারে।

একটু পরে আবার এক পোস্টে সুবাহ জানান, নাসিরের বর্তমান স্ত্রী তামিমা তাকে ফেসবুকে বন্ধু তালিকায় সংযুক্তির আহ্বান জানিয়েছে। সুবা লেখেন, অদ্ভুত আর সাথে জুড়ে দেন হাসির সাথে রাগের ইমো।

আগের ২৯ মিনিট ১৮ সেকেণ্ডের লাইভে নাসির-তামিমার বিচার দাবি করেছেন তিনি। পুরো লাইভে একাধিকবার নাসির-তামিমার বিচার চেয়েছেন তিনি। সুবাহ বলেন, ‘নাসির-তামিমা বিয়েকে ব্যবসা বানিয়েছে। তাই তাদের বিচার হওয়া উচিত। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের প্রকাশ্যে বিচার হওয়া উচিত।

তামিমা সর্ম্পকে আগাগোড়া সব জানতেন উল্লেখ করে সুবাহ বলেন, ‘শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসির অবৈধ সম্পর্ক ছিল। এত ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা নষ্টা মেয়ে জুটেছে।

নষ্টা চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে।

নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটা নাসিরের কর্মের ফল। ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে নাসির।’ প্রসঙ্গত, সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গেছেন হুমায়রা সুবাহ।

বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু নাটক ও সিনেমার কাজ। শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও আবদুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমার কাজ।

অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আক্দ অনুষ্ঠান সম্পন্ন করেছেন নাসির। নাসিরের বউ তামিমা তাম্মির গ্রামের বাড়ি টাঙ্গাইল।

পেশা বিমানের কেবিন ক্রু। শনিবার রাতেই রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Tagged