http://igeneration.com.bd/wp-content/uploads/2021/04/জীবনে-প্রথমবার-নেগেটিভ-হয়েও-খুব-খুশি-আলিয়া.jpg

জীবনে প্রথমবার নেগেটিভ হয়েও খুব খুশি আলিয়া

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। চলতি মাসের ২ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন এই নায়িকা। তবে আলিয়া ভক্তদের জন্য সুখবর ১৪ এপ্রিল (বুধবার) করোনা মুক্ত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া তার একটি ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন সেই খবর। ক্যাপশনে লিখেছেন, জীবনে প্রথমবার কোনো পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েও খুব দারুণ অনুভূতি হচ্ছে। ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ সকলকে অশেষ ধন্যবাদ।

দ্রুতই কাজে ফেরার প্রত্যাশা জানালেন আলিয়া। চলতি মাসের ২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইন এ চলে যান আলিয়া। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছিলেন, আমি করোনা আক্রান্ত হয়েছি। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরেই সকল নিয়ম-নীতি মেনে চলছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাব।

প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। আসছে ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কঠিওয়াদি’। এরপর রাজমৌলের ‘আরআরআর’ সিনেমায় দেখা দেবেন তিনি।