http://igeneration.com.bd/wp-content/uploads/2021/02/চাঁন-মিয়ার-আর-মাহফিলে-যাওয়া-হলো-না.jpg

চাঁন মিয়ার আর মাহফিলে যাওয়া হলো না!

সারা বাংলা

ময়মনসিংহের নান্দাইল থেকে কুমিল্লার মুরাদনগরে মাহফিলে যাওয়ার সময় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের পইরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের শাহাব উদ্দিন ভূঁইয়ার ছেলে।

নিহতের সফরসঙ্গী রবিন মিয়া বলেন, আমরা ৫৩ জন একটি বাসে করে কুমিল্লার মুরাদনগরের সোনাকান্দা দরবার শরীফে মাহফিলে যাচ্ছিলাম।

দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের পইরতলা এলাকায় যাত্রাবিরতি করি। চাঁন মিয়া কোনো প্রয়োজনে সড়ক পার হচ্ছিলেন। ওই সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আমরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই আব্দুল মোতালেব জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Tagged