http://igeneration.com.bd/wp-content/uploads/2021/02/ট্রাক-প্রাইভেটকার-সংঘর্ষে-ছাত্রলীগের-চার-নেতা-গুরুতর-আহত.jpg

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ছাত্রলীগের চার নেতা গুরুতর আহত

সারা বাংলা

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনিরের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ জানান, সোমবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়ন থেকে সাংগঠনিক একটি অনুষ্ঠান শেষে ত্রিশালে ফেরার পথে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।

এ সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশিকুল ইসলাম মাহফুজ ও মিলন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন থাকা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনিরের অবস্থার অবনতি হলে ঢাকায় রের্ফাড করা হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশিকুল ইসলাম মাহফুজ ও মিলন ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।