Sunday, June 13, 2021

সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে, নিহত ৩

সারা বাংলা

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পরার ঘতন ঘটেছে। নিহতদের মধ্যে ট্রাক চালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন।

এ ঘটনার পর থেকেই রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কুতুকছড়ি বেইলি সেতুর এক পাশে রাঙামাটি সদর উপজেলা ও অন্যপাশে রাঙামাটির নানিয়ারচর অবস্থিত। এই সেতুটি দুই উপজেলার সীমান্তবর্তীস্থল।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুতুকছড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে কুতুকছড়ি বাজারে রেখেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।

কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি সেতুতে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু ধসে পানিতে পড়ে যায়। এ ঘটনায় চালক-হেলপার ও এক অজ্ঞাত ব্যক্তিসহ তিন জনের মৃত্যু হয়। বর্তমানে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Tagged