http://igeneration.com.bd/wp-content/uploads/2021/05/পৃথিবীতে-নভোচারীদের-নিয়ে-অবতরণ-করল-স্পেসএক্সের-ড্রাগন-ক্যাপসুল.jpg

পৃথিবীতে নভোচারীদের নিয়ে অবতরণ করল স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল

সারা বাংলা

অর্ধশতকের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নভোচারীদের নিয়ে রাতে একটি মহাকাশ যান অবতরণ করল পৃথিবীতে। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রোববার (২ মে) ভোর ৫টায় ৪ নভোচারীকে নিয়ে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। পৃথিবীতে নভোচারীদের নিয়ে অবতরণ করল স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল।

১৬৭ দিনের অভিযান শেষে নিরাপদে ফিরে নভোচারীরা জানালেন, মহাকাশ জয়ের পথে এটি বড় ধরনের অর্জন। মহাকাশ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল মানুষ। প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসা ও স্পেস এজেন্সির চার মহাকাশচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে এল একটি মহাকাশ যান।

১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে অবতরণ করল তাদের কোনো মহাকাশ যান। রোববার ভোর ৫টায় ৪ নভোচারীকে নিয়ে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। মহাকাশ জয়ের পথে এটিকে বড় ধরনের অর্জন হিসেবেই দেখছেন নাসার কর্মকর্তারা।

নাসার এক কর্মকর্তা বলেন, ‘আজকের দিনটি ইতিহাস হয়ে থাকবে। আমাদের আশা, একদিন মহাকাশ ভ্রমণ হবে খুবই সহজ এবং তা থাকবে সবার সাধ্যের মধ্যে। সে স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছি আমরা। মহাকাশ স্টেশনে এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘদিনের অভিযান শেষে ১৬৭ দিন পর সফলভাবে অবতরণ করল মহাকাশযানটি।

এদিন নাসার ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার নামে তিনজন ও সইচি নোগুচিও নামে জাপান স্পেস এজেন্সির এক নভোচারীকে নিয়ে ফিরে আসে মহাকাশ যানটি। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে যানটির সময় লাগে সাড়ে ছয় ঘণ্টা।